Header Ads

আমাদের সাইটে আপনার বিজ্ঞাপন দিন?

জ্যামে বসে বিরক্ত আর না! আসছে উবারের উড়ন্ত ট্যাক্সি।



ট্র্যাফিক জ্যামে বসে থাকা আর না। রাস্তার উপর দিয়ে উড়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্যাক্সি সার্ভিস দাতা কোম্পানি “Uber” ২০২০ সালে লস-অ্যাঞ্জেলস এবং ডেলাস শহরে প্রথম উড়ন্ত ট্যাক্সির এই সেবা চালু করবে বলে জানিয়েছে।
তবে উড়ন্ত ট্যাক্সির বাস্তব রূপ টা যে সহজে আসবে সে বিষয়ে সবাই একমত। এর জন্য প্রথমে দরকার কার্যকরী একটি উড়ন্ত যান, তারপর ল্যান্ড করার মতো পর্যাপ্ত জায়গায়। এখন পর্যন্ত শহরের বড় ভবন গুলোর ছাদে ল্যান্ডিং এর পরিকল্পনা চলছে। তবে একসময় হয়তো শুধু এই উড়ন্ত ট্যাক্সির জন্য আলাদা স্টেশন হবে। ইয়ার-ক্র্যাফট নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে কাজ করছে উবারের পরিকল্পনা মতো উড়ন্ত যান তৈরি করার। কিছুদিন আগে উবার তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে “UberAir” এ রাইড নেওয়ার প্রসেস দেখিয়ে। নিচে ভিডিওটি দেওয়া হল।




যদিও ২০২০ সালের মধ্যে পরীক্ষামূলক ভাবে চালু হবে, ২০২৯ এর আগে কমার্শিয়ালি চালু হওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি বলি আমাদের বাংলাদেশের কথা; স্বপ্ন দেখতে দোষ কোথায়? UberAir এর উড়ন্ত ট্যাক্সি আমেরিকার চাইতে আমাদের ঢাকায় বেশি দরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.